...লগইন করবেন সেই তথ্যগুলো যথাযথভাবে দিন
এবং REGISTER বাটনে ক্লিক করুন। লক্ষ্য
রাখবেন নিচের দুটি প্রশ্নের উওর যেন এক
না হয়। ৭. ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক
চলে গেছে জানিয়ে একটি ম্যাসেজ আসছে।
এবার আপনার দেয়া ইমেইলের ইনবক্স চেক
করে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন। ৮.
এখানে আপনার দেয়া পাসওয়ার্ড দিয়ে লগইন
করুন এবং নির্দিষ্ট পেইজে প্রবেশ করুন।
যদি প্রবেশ করতে পারেন তবে ধরে নিবেন
আপনার ACCOUNT তৈরি হয়েছে। বি.দ্র:
যেহেতু এই একাউন্টের সাথে টাকা পয়সার
একটা ব্যাপার জড়িত তাই এর সকল তথ্য
নিরাপদ স্থানে সংরক্ষন করুন। আজকের
আলোচনার বিষয়: ADD BUX.TO সাইটটি অত্যন্ত
নির্ভরযোগ্য একটি সাইট। কেননা এ সাইট
থেকে টাকা উপার্জন করেছে এরকম আনেক
বাংলাদেশী সদস্য খুজেঁ পাওয়া গেছে তাদের
ফোরামে। আমি নিজেও এই সাইটের একজন
নিয়মিত সদস্য।
তবে এখানে একটি সমস্যা হচ্ছে ৫০ ডলার
না হওয়া পর্যন্ত আপনি টাকা তুলতে পারবেন
না। তারপরেও বলব এটির সুযোগ
সুবিধা অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি।
আরেকটি সমস্যা হচ্ছে এদের টাকা তুলতে দু এক
মাস সময় লাগে। এতে মন খারাপ করার কিছু
নেই বিদেশ থেকে টাকা তুলতে গেলে বিভিন্ন
রকম প্রসেসিং এর ব্যাপার থাকেতেই পারে।
তবে এটি সত্য যে, টাকা পাওয়া যাবে।
অন্যান্য সাইটগুলো থেকে এখানে এ্যাডের
পরিমান বেশি থাকে। এখানে প্রতিদিন
আপনি ২৫-৩০ টি এ্যাড দেখার সুযোগ পাবেন।
যার একেকটি এ্যাডের জন্য আপনি পাবেন ১
সেন্ট অর্থাৎ প্রতিদিন অর্জন করবেন ২৫-৩০
সেন্ট। যার জন্য আপনাকে সময়
দিতে হবে সর্বোচ্চ ১৫-২০ মিনিট।
কেননা একেকটি এ্যাড আপনি দেখবেন মাত্র
৩০ সেকেন্ড। সময়তো কতভাবেই নষ্ট
হচ্ছে একবার না হয় একটা রিক্স নিয়েই
দেখলেন। সতর্কতা: এই সাইটে কাজ
করতে গেলে প্রতিটি এ্যাডের সাথে ৩০
সেকেন্ড এর একটি ঘড়ি দেখতে পাবেন। ৩০
সেকেন্ড শেষ হয়ে DONE
লেখাটি উঠে একটি টিক চিহ্ন আসলেই বুঝবেন
আপনার কাজ শেষ। তবে মনে রাখা দরকার
যে একটির বেশি এ্যাড আপনি একসাথে ...